১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে সিডনির ল্যাকাম্বায় শনিবার রাত ৮টায় স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্য’র পিয়ার এডুকেটর আবুল কালাম আজাদ খোকন অনুষ্ঠানটি আয়োজন করেন।
সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। আবিদা আসওয়াদের সঞ্চালনায় সেমিনারের কার্যক্রম শুরু হয়।
মানসিক স্বাস্থ্য এডুকেটর আজাদ খোকন গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নাগরিকদের সজাগ করার বিষয়ে আলোচনা করেন।
এডুকেটর আজাদ বলেন, প্রতিটি ব্যক্তিই মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিবার বা ঘনিষ্ঠজনের সঙ্গে মিশতে হবে এবং প্রয়োজনবোধে কষ্ট শেয়ার করতে পারে। মনের খোরাকের জন্য বিনোদন খুঁজে নেওয়া, মন খুলে হাসা এবং সময় করে মাঝে মধ্যে ভ্রমণে বের হওয়া ইত্যাদির পরামর্শ দেন।
মানসিক স্বাস্থ্য কী, উৎস, লক্ষণ, প্রতিকার, এ বছরের থিম, পরিসংখ্যান ও করণীয় ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম, ড. ফয়জুল আজীম চঞ্চল, বেলাল হোসাইন, বাবু আসওয়াদ, ওহিদুজ্জামান সাগর, ফয়জুন নাহার পলি, দিলারা জামান।
আরও উপস্থিত ছিলেন- সাহাবুদ্দিন আহমেদ, সোফিক আহমেদ, ইসলাম মনিরুল ও শেখ মিন্টু প্রমুখ। সেমিনারের আয়োজক আবুল কালাম আজাদ খোকন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, বর্তমানে কোভিড ১৯ এর কারণে মানসিক ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে।
1 comment
খুব সুন্দর উদ্যোগ আপনার এগিয়ে যান