সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহঃ) হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সদস্যরা মাদরাসার মুহতামিমকে আটকের পর রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে।
জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের ছেলে হযরত হায়দর (রহঃ) হাফিজিয়া মাদরাসার ছাত্র (১৫)। সম্প্রতি ওই ছাত্র মাদরাসায় যাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসাবাদ করলে সে বলাৎকারের বিষয়টি বিজিবি সদস্য বাবাকে জানায়।
বিজিবি’র ওই সদস্য ৫২ ব্যাটলিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করলে বুধবার দুপুরে মাদরাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করতে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভুক্তভোগী ছাত্রের মৌখিক জবানবন্দি নেওয়ার পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদরাসার মুহতামিমকে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে।
Ref. kalerkantho
6 comments
বিজিবি সন্তান বলে এই ভন্ডকে দ্রুত ধার গেছে
সঠিক তদন্ত করলে আরো অপকর্মের সন্ধান পাওয়া যাবে। এই লেবাসধারী ইবলিসকে কঠিন শাস্তি দেওয়া হোক
সমাজে এ ধরনের লোকের জন্য বিসৃংখলা ও বিপথে চলে যাছে।
দাড়ি ও টুপি পড়ে অপকর্ম করে ধর্মকে কুটক্তি করার সহজ পথ করে দিচ্ছি ভন্ড হুজুরা
নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে চটজলদি রসালো বক্তব্যের অস্ত্র তুলে দেওয়ার সামিলে এদের কঠিন শাস্তি দেওয়া হোক যাতে করে আর কেউ এধরনের অন্যায় কাজ করতে না পারে
বাংলাদেশ ধর্মভীরু পিতা-মাতা তাদের সন্তানদের দ্বীনের শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে আর কিছু কুলাঙ্গার জানোয়ারের এসমস্ত কাজ করে মাদ্রায়া শিক্ষাকে প্রশ্নবিদ করে