বাংলাদেশের বান্দরবান জেলায় এক শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণের পর তার নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন- এমন এক অভিযোগে করা এক মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার এজাহারে বলা হয়েছে, এই প্রধান শিক্ষক ছিলেন ঐ ছাত্রীর গৃহশিক্ষক। ২০১৯ সালের জুলাই মাস থেকে ২০২০ সালের জানুয়ারি মাস পর্যন্ত মেয়েটি ঐ শিক্ষকের কাছে পড়তেন। ২০১৯ সালের অগাস্টে ঐ শিক্ষক তাকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান,”ঘটনার আসামী এই শিক্ষক ২০১৯ সালে ধর্ষণের সময় মেয়েটির নগ্ন ছবি এবং ভিডিও তোলে। পরে সেটি পাঠিয়ে আবারো তাকে ধর্ষণ করার হুমকি দেয়।”
“মেয়েটা ভয় পেয়ে তার পরিবারকে বলে দেয়। এরপর মেয়েটির বোন বাদী হয়ে থানায় মামলা করে।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন মানুষ জানান, যেখানে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুর্গম এলাকায়।
সেখানে এধরণের ঘটনা ঘটলে কেউ ভয়ে-লজ্জায় মুখ খুলতে চান না।
মেয়েটি এতদিন পর তার পরিবারকে জানিয়েছে কারণ ঐ ব্যক্তি আবারো তাকে হুমকি দিচ্ছিল।
স্থানীয় সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা বলেন, “এটা প্রত্যন্ত এলাকা,এখানে এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠান নেই। প্রাথমিক স্কুল থাকলেও সেখানে ভাল পড়াশোনা হয় । সেই দুর্গম জায়গা থেকে এসে সদরে কিছু মেয়ে খুব কষ্ট করে পড়ালেখা করে। সেই মেয়েগুলোকে যদি নিরাপত্তার নিশ্চয়তা দেয়া না যায় তাহলে সেটা বিরাট আশঙ্কার।”
সুত্রঃ বিবিসি বাংলা
3 comments
শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণের পর তার নগ্ন ভিডিও ধারণ করে হুমকি ও শিক্ষক না পশু -জানোয়ার
শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, কিন্তু কিছু জানোয়ার ও থাকে যারা শিক্ষকের লেবাস ধরে শিক্ষকদের মান ক্ষুন্ন করে
বাংলাদেশে যত প্রকার আইন আছে তার সব প্রয়োগ উচিত এই নরপিচাশের জন্য