সমবায় সমিতি খুলে গ্রাহকের সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদীর আইনজীবী শেখ আল জাবেদ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৮ সালে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় এহসান সোসাইটি নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের নামে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। সলিমুল্লাহসহ পাঁচ জন আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বাকি চার জনের জামিন মঞ্জুর করেন।
সলিমুল্লাহ হেফাজতের প্রতিষ্ঠাতা প্রয়াত আমির আল্লামা শফীপন্থী হিসেবে পরিচিত। তিনি ফটিকছড়ির ফারুকিয়া মাদ্রাসার পরিচালক ছিলেন।
মামলার অপর আসামিরা হলেন- মো. মুবিন বিন হাসান, মাওলানা জাবের হোসাইন, কাজি রবিউল ইসলাম, মুফতি জোনাইন আলী, মুফতি আমিনুল হক, মো. আসহাব মিয়া, মাওলানা শহিদুল্লাহ, ফরিদ আহম্মদ প্রকাশ বোট ফরিদ, মো. হাবিব উল্লাহ ও নুরুল আলম নুরু।
সুত্রঃ বাংলা ট্রিবিউন
5 comments
লুটকারীদের তালিকা এখন কিছু লেবাসধারী হুজুরা ও যোগ হয়েছে বাহ সুন্দর!
এই সলিমুল্লা আবার মাদ্রাসার পরিচালক ছিলেন সে ছাত্রদের কি শিক্ষা দিয়েছেন
মাদ্রাসার পরিচালক ছিলেন কিভাবে সমিতির ব্যবসা করেন এটা থেকে বুঝা যায় কোন ধরনের লোক তিনি
এ রকম সুলিমুল্লা আছেন যারা নামাজ পড়েন পাচ ওয়াক্ত কিন্তু করেন সুদের ব্যবসা
বিশ্বাস করুন বিধর্মীরা বা নাস্তিকরা শুধুমাত্র এই টাইপের মানুষদের জন্য ধর্মীয় বিষয় কথা বলার সুযোগ পায়