পাবনার ঈশ্বরদী উপজেলায় ওয়াক্তিয়া মসজিদের ইমাম আসলাম শাহ্র সঙ্গে এক গৃহবধূর বিয়ে হওয়ার কথা ছিল। সোমবার (৮ নভেম্বর) থেকে ইমাম আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। এর আগে গত শনিবার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী শাহপাড়ায় এ ঘটনা ঘটে। তবে ইমাম উধাও হওয়ার পর ওই গৃহবধূকে তার মা নিজের কাছে নিয়ে গেছেন। এদিকে গৃহবধূর স্বামী তাকে আর স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে আসলামের প্রায় ২ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসলাম তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে গত শনিবার নিজ বাড়িতে নিয়ে আসেন। এ সংবাদ পেয়ে প্রতিবেশীরা বিক্ষুব্ধ হলে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস এবং ইউপি মেম্বার হাফিজুর রহমান পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ এলে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের বিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই গৃহবধূকে আসলামের বাবা আশরাফের জিম্মায় রাখা হয়। এদিকে সোমবার (৮ নভেম্বর) থেকে ইমাম আসলাম বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাধ্য হয়ে ওই গৃহবধূকে তার মা বাড়িতে নিয়ে গেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আসলামের বাবা আশরাফ শাহ বলেন, সকলের সম্মতি ও সিদ্ধান্ত অনুযায়ী আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে মেয়েটিকে আমার জিম্মায় রেখেছিলাম। তবে আমার ছেলে কেন পালাল তা আমি জানি না।
সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস ও ইউপি মেম্বার হাফিজুর রহমান বলেন, ঘটনাটি সমাধানের জন্য আসলামকে ৩ দিন সময় দেওয়া হয়েছিল। তার আগেই তিনি পালিয়েছেন। ভুক্তভোগী মেয়েটিকেও তার মা নিয়ে গেছেন।
3 comments
ঈমামের অসামাজিক কার্যকলাপ সমাজের জন্য খুবই নীতিবাচক হবে
স্বামী থাকা অবস্থায় বউ অন্য ছেলেকে নিয়ে চলে গেছে নিশ্চয় সমস্যা আছে
এখন সমাজে দিন দিন এসব অপকর্ম বেড়েই চলছে, কি যে অবস্থা, আর যদি সেটা হয় কোন হুজুরের দ্বারা তাহলে তো কথা নেই। চেতনাবাদীরা না খেয়ে লেগে যাবে সমালোচনায়