ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মো. আতাবুর রহমান (২৮) নামে এক মাদরাসা শিক্ষকের গোপনাঙ্গ কেটে দিয়েছে তারই একজন শিক্ষার্থী (১৭)।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত মাদরাসা শিক্ষক আতাবুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা।
এদিকে এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে নান্দাইল থানায় এ ঘটনায় ছাত্রকে আসামি করে মামলা করেছেন আহত শিক্ষকের বাবা।
পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীর দাবি, শিক্ষক আতাবুর রহমান বুধবার (১ ডিসেম্বর) রাতে খাবারের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যেতে চান ছাত্রকে। পথিমধ্যে তিনি ছাত্রকে কাছে টেনে নিয়ে শরীরের বিভিন্ন অংশে হাত বোলাতে থাকেন। এক পর্যায়ে বলাৎকারের চেষ্টা হলে ছাত্র পকেটে থাকা ‘নেইল কাটার’ দিয়ে শিক্ষকের পুরুষাঙ্গে আঘাত করেন। এরপর পালাতে গেলে লোকজন ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিক্ষক আতাবুরকে উদ্ধার করে এলাকার লোকজন হাসপাতালে নেন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বুধবার (১ ডিসেম্বর) রাতে খারুয়া ইউনিয়নের টাওয়াইল গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। মাদরাসা মাঠের সেই মাহফিলে অন্যদের পাশাপাশি অংশ নেন শিক্ষক ও ছাত্র। আবাসিক ছাত্রকে রাতে মাদরাসায় না পাঠিয়ে নিজ বাড়িতে নেয়ার চেষ্টা করেন শিক্ষক। তখন পুরুষাঙ্গ কর্তনের ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মামলার পর ওই মাদরাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। আহত শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সুত্রঃ আরটিভি
5 comments
পৃথিবীর সভ্যতাগুলো আবার অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আজ এত ঘটনা ঘটার পরও মানুষের মধ্যে কোন অনুশোচনা নেই
একদম সঠিক কাজ করেছে তুই ব্যাটা আইছো ওয়াজ মাহফিল করতে দ্বীনের দাওয়াত দিতে তুই কেন ছাত্রের সাথে আকাম করতে গেলি
এ ধরনের লোকেরা আজ ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিচ্ছে নাস্তিক, কাফেদের
জুতার মালা গলায় দিয়ে গুড়ানো হক শালার ভন্ড লেবাসধারী শিক্ষককে
এরাই ইসলামের শত্রু কারণ সে গেল ওয়াজ মাহফিল করতে আর কর্মকান্ড কি করলো ইবলিসের মতো তার কঠিন শাস্তির দাবী জানাচ্ছি