আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর তিন মাসেরও বেশি সময় ধরে কিশোরী মেয়েরা স্কুলে যেতে পারছে না বলে তাদের হতাশার কথা জানিয়েছে বিবিসি ।
উত্তর পূর্ব বাদাখসগান প্রদেশে বিদ্যালয় বন্ধ থাকায় তারা হতাশ এবং বিভ্রান্ত ঊল্লেখ করে এক শিক্ষার্থী বলছে পড়ালেখা করতে না পারা মৃত্যুদন্ডের সামিল।
আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর থেকে তাখাড় প্রদেশের স্কুল বন্ধ থাকায় গৃহস্থালীর কাজ করা ছাড়া তাদের আর কোন উপায় নেই বলে প্রতিবদনে উঠে আসে। প্রায় ১৩টি প্রদেশের শিক্ষার্থী ও শিক্ষকরা সাক্ষাতকারে বলেন তারা চান দ্রুত তাদের পড়ালেখা চালু হোক।
এদিকে গত জুন থেকেই বেতন পাচ্ছেন না জানিয়ে একজন শিক্ষক বলেন, এমন পরিস্থিতিতে বাল্যবিয়েসহ নানা কারণে মেয়েদের সুস্থ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দরিদ্রতা ও অনিরাপত্তাজনিত কারণে প্রাথমিক বিদ্যালয়েও মেয়েদের উপস্থিতি উদ্বেগজনকভাবে কমছে জানিয়ে কাবুলের একজন শিক্ষক বলেন এটি সত্যিই হতাশাজনক।
সুত্রঃ এবিনিউজ
1 comment
আফগান জাতিই হতাশ আর মেয়েদের অবস্থা আরো খারাপ আল্লাহ জানে তাদের জন্য আরো কি অপেক্ষা করছে।