জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মক্তবে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ধর্মীয় শিক্ষককে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙার গ্রামের শুক্কুর আলীর ছেলে মনিরুল।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় ৫ বছর বয়সী কন্যাশিশু তার নানির কাছে থাকত। ভাঙ্গারগ্রাম মসজিদে আরবি পড়তে যেত সে। ২০১৯ সালের ২ অক্টোবর সকালে মক্তবের ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে শিক্ষক মনিরুল। পরে ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ভুক্তভোগীর নানি বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আকরাম হোসেন ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন রেজাউল আমিন শামীম।
3 comments
Nawzubillah. A shob youdi and nasara kadiani huzur seze madrasa te teacher hoye. Ader sate madrasar manazment ke o shasti dewa uchit.
ধর্ষণ জিনিসটা এখন কমন ব্যাপার হয়ে গেছে ধর্ষণ করলে তার ফাঁসি হয় না
ধর্ষণ জিনিসটা এখন কমন ব্যাপার হয়ে গেছে ধর্ষণ করলে তার ফাঁসি হয় না