গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানে বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা গতকাল রোববার জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী। তবে নারী শিক্ষার্থীরা ফিরবেন কি না, সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতকাল রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানি। তিনি বলেন, শীত কম পড়েছে এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২ ফেব্রুয়ারি ও শীত বেশি এমন প্রদেশে ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
তবে নারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরবেন কি না, সে সম্পর্কে তিনি কিছুই বলেননি। এর আগে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক শ্রেণিকক্ষের কথা বলেছিল তালেবান।
এখন পর্যন্ত তালেবান সরকার দেশটির বেশির ভাগ এলাকায় শুধু ছেলে শিক্ষার্থীদের জন্য উচ্চবিদ্যালয়গুলো খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শ্রেণিকক্ষে ফিরতে পারেননি নারী শিক্ষার্থীরা।
তালেবানকে বিদেশি সাহায্য দেওয়া ও জব্দ করা অর্থ উত্তোলনের সুযোগ দিতে নারী শিক্ষা নিশ্চিতে তালেবানের কাছে প্রতিশ্রুতি চেয়েছে পশ্চিমা সরকারগুলো।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে গত বছরের ১৫ আগস্ট দেশটির রাষ্ট্রক্ষমতা দখল করে কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী তালেবান।
সুত্রঃ প্রথম আলো