কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম পাড়ায় রওজাতুল কুরআন হাবিবীয়া মাদরাসায় শিশুদের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, এই মাদরাসার বর্তমান পরিচালক মাওলানা মো. আবুল বাসার ও তার স্ত্রী রোকছানা দীর্ঘদিন যাবত মাদরাসায় শিশু ছেলে ও মেয়েদেরকে কোরআন শিক্ষার নামে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে। গত কিছুদিন আগে মো. ছায়িম নামক একটি ছাত্রকে বেদম মারধর করলে তার চোখে আঘাত লাগে। পরে তাকে তার মা বাবা দেখতে চাইলে দেখা করতে দেয়নি। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। শিশুটির পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে বিভিন্ন ভয় দেখিয়ে থামিয়ে রাখে।
এদিকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আবারও ওই মাদরাসার একটি ছাত্রকে মারধর করে ঘরে তালা বন্দি করে রাখা হয়। পরে তার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন সন্তানকে আনতে গেলে ফিরিয়ে দেয়। এ সময় সন্দেহ হলে উনি জোরপূর্বক সন্তানকে আনার পর দেখতে পায় তার দেহে বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগীর বাবা জসিম উদ্দিন বলেন, আমরা বাচ্চাদেরকে শিক্ষার জন্য মাদরাসায় দেই। অমানুষিক নির্যাতনের জন্য নয়। সঠিক বিচার চাই। সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সুত্রঃ আরটিভি
4 comments
পরিচালক মাওলানা মো. আবুল বাসার ও তার স্ত্রী রোকছানাে কে এই অপরাধে আইনের আওয়তা আনা হোক
শিক্ষক নামধারী এই নরপশুদের যথাযথ বিচার কামনা করছি। পাশাপাশি ছোট ছোট নাবালক শিশু বাচ্চাদের কে তাদের স্ত্রীরা যে নির্যাতন করছে তাদেরও শাস্তির দেওয়া হোক
মাদ্রাসায় এমন পরিচালক দরকার নেই যে ছাত্রদের দিয়ে নিজের স্বার্থ হাসিল করবে এবং তাদের নির্যাতন করবে এই অধিকার তাদের নেই। সরকারের কাছে আইনী ব্যবস্থার দাবী জানাচ্ছি
এ সব পিচাশদের শাস্তি দেওয়ার সাথে সাথে মাদ্রাসা ছাত্র সচেতনতা বাড়াতে হবে যাতে করে তারা তাদের অধিকার সর্ম্পকে সচেতন হয়