নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসায় দুষ্টুমির শাস্তি হিসেবে হাসিব নামে নয় বছরের এক ছাত্রকে অমানুষিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ২নং রোডের ২নং বাড়িতে অবস্থিত আন-নাজাহ মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, নির্যাতিত শিশুটি ওই এলাকার ৮নং গলির ইউনুছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাতুন্ডা এলাকার মিম্বর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানায়, বুধবার রাতে এশার নামাজের পর ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিশু ছাত্র হাসিব দুষ্টুমি করায় শিক্ষক আব্দুর রহমান তাকে বেত্র দিয়ে পেটায়। এতে সে গুরুতর জখম হয়।
খবর পেয়ে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ছেলের এ অবস্থা দেখে তাকে নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। পরে বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
সুত্রঃ সারাবাংলা