ভোলায় ফুলের প্রলোভনে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধি শিশুকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড চরনোয়াবাদ সার্কিট হাউজ গ্রামে এ ঘটনাটি ঘটে।
ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, আমার ১২ বছরের মেয়ে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বাড়িতে না দেখতে পেয়ে চারপাশে খোঁজাখুঁজির করে না পেয়ে পরে আমার বাড়ির পাশে ডিওআরপি এনজিওর ভেতর থেকে দুপুর ৩ টা নাগাদ তাকে উদ্ধার করি। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় অফিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেয়ার লোভ দেখিয়ে গেটের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে।
পরে স্থানীয়দের সহযোগীতা তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আব্দুল খালেকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার এসআই মো. সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ১২ বছর বয়সের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে এই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পৌঁছাই। ঘটনা স্থল থেকে অভিযুক্ত আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমানুল্লাহ জানান, রাত সাড়ে ১০ টা হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছে এমন ১২ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশু এসেছে। তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ে। পাশাপাশি তার মেডিকেল চেকাপ চলছে। মেডিকেল চেকাপ শেষ হলে মেডিকেল বোর্ডে বসানো হবে।
আর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়ে। এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
সুত্রঃ একাত্তর
4 comments
আর কতো দেখবো এমন, কিয়ামত আর বেশি দূরে নয় হে আল্লাহ আমাদের রক্ষা করো।
কঠোর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এসব অপকর্ম কমবে না।
দেশে এগুলো কি শুরু হয়েছে এগুলো বিচার কেনো হচ্ছে না
Directly cross fire chai amra plz.dorshon kari o dorshon karir ma baba kay cross fire dawa hoq.taholay desh onek shondor hobay.