খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. বেলাল হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও নতুনপাড়া জামে মসজিদের ইমাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, বলাৎকারের শিকার ওই ছাত্র মাদ্রাসার হোস্টেলে থেকে হেফজ বিভাগে পড়াশোনা করতো। গত কয়েকমাসে মাদ্রাসা শিক্ষক বেলাল হোসেন একাধিকবার ওই ছাত্রকে বলাৎকার করেন। বেলাল হোসেন বিষয়টি কাউকে না জানাতে তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকিও দেন।
সম্প্রতি বাড়িতে গিয়ে ওই ছাত্র তার ফুফুর কাছে শিক্ষকের এমন আচরণের কথা জানায়। গত বৃহস্পতিবার এ ঘটনার বিচার চেয়ে নতুনপাড়া সমাজ কমিটি ও মাদ্রাসা কমিটির কাছে আবেদন করেন ফুফু খালেদা বেগম।
ভুক্তভোগী ওই ছাত্রের অভিযোগ, শিক্ষক বেলাল হোসেন পর্ন ছবি দেখে তাকে বলাৎকার করত।
তবে এই অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা শিক্ষক মো. বেলাল হোসেন বলেন, ‘আমার সম্মান ক্ষুণ্ন করতে এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।’
এদিকে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও স্থানীয় লোকজনও এমন অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূইয়া জানান, শুক্রবার রাতে ওই ছাত্রের ফুফু খালেদা বেগম বাদী হয়ে মামলা করেছেন। পরে রাতেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
আজ তাকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি নির্যাতনের শিকার ওই ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সুত্রঃ আমাদের সময়
5 comments
মানুষ নামে এরকম জঘন্য পশুদেরকে পিটিয়ে ল্যাংড়া করে দেওয়া উচিত।
আমরা জারা গার্ডি য়ান আছি তারা তাদের ছেলে মেয়র দিকে নজর দেয়া উচিত। আর তাদের খবর রাখা উচিত। তাদের মনের কথা জানা দরকার তাদের কি কি সমস্যা সেদিক খেয়াল রাখা দরকার। কারন ছেলে মেয়ে হলো অমূল্য সম্পদ যা হরিয়ে গেলে আর পাওয়া যায়না।
লেবাস পড়া কিছু নামদাড়ী হুজুরের জন্য আজ মাদ্রাসার বদনাম হয়
কি হচ্ছে এগুলি বাংলাদেশের মাদ্রাসার ভিতরে, অবিলম্বে মাদ্রাসার এই সমস্ত লোকদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।
প্রতে্ক,মাদ্রাসায় শ্রেণিকক্ষের ভিতরে সিসি ক্যামেরা লাগানো হোক হুজুর সাহেব আমাদের সন্তানদের কে এইসব জঘন্যতম কাজ থেকে রক্ষা করতে হবে