রাজধানীর হাতিরঝিলে অপহরণের পর দলবেঁধে ধর্ষণের অভিযোগে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে ৩৩ বছর বয়সী এক নারী মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে, আদেশ পরে দেবেন বলে জানান।
মামলায় যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন- হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ, ওসি (তদন্ত) মহিউদ্দিন ফারুক, ওসি (অপারেশন) গোলাম আযম ও দুই এসআই শরীফুল ও চয়ন, আলেয়া, কাজী তোফাজ্জল হোসেন, জাভেল হোসেন পাপন, জামাল, রাকিবুল হাসান, তানীম রেজা বাপ্পী, পান্নু হাওলাদার ও ইউসুফ রিপন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন হাওলাদার এ তথ্য জানান।
সুত্রঃ আরটিভি নিউজ