চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মাদরাসা থেকে ইফতেখার মালিকুল মাশফি নামে এক শিশুর গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদরাসার তিন শিক্ষককে আটক করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মালিকুল মাশফি চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের প্রবাসী আব্দুল মালেকের ছেলে। ওই এলাকার অছিউর রহমান হেফজখানায় পড়ালেখা করতো মাশফি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আব্দুল করিম বলেন, ‘মাদরাসার দ্বিতীয় তলায় ওই শিশুর গলাকাটা দেহ পাওয়া গেছে। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে সকালে সবক দেয়ার পর থেকে ওই শিশু নিখোঁজ ছিল।’
নিহত মুশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ বলেন, ‘৫ মাস ধরে মাশফি ওই মাদরাসায় পড়ে। সকালে জানানো হয়, আমার ভাই নিখোঁজ। ওকে এনে দেন। ভাইকে ছাড়া বাঁচব না আমি।’
এ সময় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। খবর পেয়ে সেখানে জড়ো হয় এলাকার লোকজন। তারা ঘটনায় জড়িতদের ধরার দাবিতে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, মাদরাসার ভেতরের কেউ এ ঘটনায় জড়িত। তারাই মাশফিকে খুন করে ফেলে রেখেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল করিমের সন্দেহও একই। তিনি বলেন, মাশফিকে কক্ষের ভেতরেই চাকু বা ধারালো কোন অস্ত্র দিয়ে গলাকেটে খুন করা হয়েছে। তবে কারা এটা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে যান চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রাশিদুল হক। ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দেন তিনি।
সুত্রঃ চ্যানেল ২৪.কম