রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকার একটি মাদ্রাসায় ইয়াছিন শিকদার (১০) নামে এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ মামলা করেছে স্বজনরা।
রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়া যাওয়া হয়েছে।
আহত ইয়াছিনের মা তানিয়া আক্তার জানান, তাদের বাসা সবুজবাগ উত্তরপাড়া এলাকায়। ইয়াছিন মাদারটেক আদর্শপাড়া আইনুল কোরআন মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম পড়াশুনার অজুহাতে মাঝেমাঝেই মারধর করতো তাবে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসার দোতলায় ক্লাশরুমে শিক্ষক রেজাউল করিম ইয়াছিনকে মাথা ধরে দেওয়ালের সাথে ধাক্কা দেয়। এতে ইয়াছিনের মাথায় গুরুতর আহত হয়। খবর পেয়ে পরদিন ইয়াছিনকে স্বজনরা মাদ্রাসা থেকে নিয়ে ফরাজি ও খিদমা হাসপাতালে চিকিৎসা দেয়। তবে অবস্থার অবনতি হলে আজ রবিবার রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান সুমন জানান, এই ঘটনায় নির্যাতনের শিকার ইয়াছিনের বাবা সুমন শিকদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর পরপরই অভিযুক্ত আসামি মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। আহত ছাত্রকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সুত্রঃ সময় নিউজ.কম
4 comments
আবারও লিখতে বাধ্য হলাম সবার আগে আমাদের জাতিগত উন্নয়ন বিশেষ ভাবে প্রয়োজন,আর তার জন্য প্রয়োজন আমাদেরকে সু শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতিতে পরিণত করা,
এই হুজুর গো টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়া নো উচিত, জালিম কোথাকার শিশু বাাঁচ্চাদের এইভাবে কেউ নির্যাতন করে
এই ধরনের কিছু শিক্ষকদের কারণে সব শিক্ষকদের বদনাম হয়।
প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি, ওরা শিক্ষক নামের কলংক।