যশোরে যৌতুক না পেয়ে নুর জান্নাতি (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তান (ভ্রূণ) নষ্ট করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার অভিযুক্ত স্বামী তৌহিদুর রহমানকে আটক করেছে পুলিশ।
রোববার বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামে এ ঘটনার গুরুতর অসুস্থ গৃহবধূ নূর জান্নাতিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সাত মাস আগে যশোর বাঘারপাড়ার মহিরন গ্রামের মোনাজাত ফকিরের ছেলে তৌহিদুর রহমান ও নূর জান্নাতির বিয়ে হয়। জান্নাতি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই তৌহিদ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। রোববার সকালে নূর জান্নাতিকে এলোপাথাড়ি মারপিট করেন তৌহিদ।
এক পর্যায় জান্নাতির তলপেটে লাথি মারেন তৌহিদুর। এ সময় তার রক্তক্ষরণ শুরু হয়। তাকে প্রথমে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও খারাপ হলে ডাক্তার যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলেও হাসপাতালে এসে তৌহিদ তাকে প্রাণনাশের হুমকি দেয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানান, জান্নাতি মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের অবস্থা কিছুটা উন্নতির দিকে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, স্ত্রীকে নির্যাতনে অভিযোগে যশোর জেনারেল হাসপাতাল থেকে অভিযুক্ত তৌহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
সুত্রঃ যুগান্তর
1 comment
বাংলাদেশের সমাজ ব্যবস্থার একি হাল, যৌতুক না পেয়ে নুর জান্নাতি (২৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তান (ভ্রূণ) নষ্ট করা পাষন্ড স্বামীর বিচারের বব্যস্থা করা হোক