নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে (৬) অচেতন করে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ (৪০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নুর মোহাম্মদ উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের চাঁনমিয়ার ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ২৯ মার্চ সকাল ৭টার দিকে ওই শিশু কিন্ডারগার্টেনে গেলে তাকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করা হয়। তাৎক্ষণিক ভিকটিম ঘটনাটি পরিবারের কাউকে অবগত করেনি।
এ ঘটনায় গতকাল (৩১ মার্চ) রাত ১০টার দিকে ভুক্তভোগীর পরিবার চাটখিল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমের বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সংবাদমাদ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগীর মা জয়নব বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুত্রঃ আরটিভি নিউজ
7 comments
ধর্ষণের বিচার সঠিক ভাবে হয় না এই দেশে।তাই অপরাধ প্রবনতা দিন দিন বেরেই চলেছে। ঘৃনা লাগে এই দেশের আইন ব্যবস্থার উপর।
আপনার ধরনা একটু ভুল আছ বিচার হয়। কিন্তু আইনের ফাকফোকড় দিয়ে আসামীরা বের হয়ে যায়। আইন পরিবর্তন জুরুরী
এই ধর্ষণকারি ইমামের দ্রুত বিচার সম্পন্ন করে এমন শাস্তি দিতে হবে যাতে অন্য কেউ এমন কাজ করার আগে একশো বার ভাবে।
দেশে বিচার থাকলে এই কাজগুলা করার কেউ সাহস পেতে না, তাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। সেই ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি
If there is justice in the country, no one will dare to do these things, so the rule of law must be established in Bangladesh. I demand exemplary punishment for that Imam
ইমাম বা শিক্ষক যে ধর্ষণ করেছে, তাকে ভাবা উচিৎ ছিল যে, তার বাড়িতেও কিন্তু স্ত্রী, কন্যা সন্তান আছে। তারাও এই নোংরা কাজে শিকার হতে পারে। আমি ধিকার জানা এখনকার কুলাঙ্গার শিক্ষিত কিছু ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের যাদের জন্য ধর্ম উপর নাস্তিকেরা কথা বলতে পারছে
The imam or teacher who was raped should have thought that he also has a wife and daughter in his house. They too can be victims of this dirty work. I’m sorry to hear that some of today’s Kulanga’s educated imams and madrasa teachers have been able to get atheists to talk about religion.