নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাহপুরের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আবছার মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ এপ্রিল) তাকে বহিষ্কারসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০২১ সালের ১৬ নভেম্বর অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয় আবু আবছার মো. মিজানুর রহমানকে।
তার বিরুদ্ধে প্রায় সময় মাদ্রাসার ছাত্রদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারি মাসেই তার হাতে শারীরিক নির্যাতনের শিকার হন মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্র। এর আগেও চারজন তার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, বলাৎকারের শিকার ওই ছাত্র নিজে বেগমগঞ্জ থানায় অভিযোগ করে। তার অভিযোগ সূত্রে বেগমগঞ্জ থানা পুলিশ শনিবার গভীর রাতে মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতার করে।
এলাকাবাসী জানান, এই মিজানুর রহমান ‘৭১-এর রাজাকার আবু তাহের হাজির ছেলে। সে মাদ্রাসার জুনিয়র শিক্ষক থেকে জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় এবং ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে কয়েকজন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে বেআইনিভাবে সুপার পদে নিয়োগ নেয়।
সুত্রঃ একাত্তর
2 comments
শিক্ষার্থীকে (বলাৎকার) বা যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে বিচারের মাধমে এমন শাস্তি দেওয়ায় হোক যাতে অন্যরা এধরনের কাজ করতে দ্বিতীয় বার চিন্তা করে। এই কথাগুলো বারবার বলা হচ্ছে প্রশাসনের সঠিক পদক্ষেপ নেওয়া যায়
বিচারহীনতার অভাবে এই মানুষরূপী জানোয়ারেরা ধর্ষণ করতে সাহাস পায় যদি এ ধরনের অপরাধের বিচার দ্রুত হয় প্রয়োজন