খুলনা মহানগরীর খালিশপুরে ৬ বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়ন করার অভিযোগে নাইম হাওলদার নামে এক শিক্ষককে আটক করেছে খালিশপুর থানা পুলিশ।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক নাইম হাওলাদারকে আটকের পর আদালতে পাঠিয়েছে।
খালিশপুর থানা পুলিশ জানায়, হাউজিং পুরাতন কলোনির বাসিন্দা শিশুটি খালিশপুর নিউমার্কেট বাজারের একটি মাদরাসায় প্রাইভেট পড়তে গেলে ওই মাদরাসার শিক্ষক নাইম হাওলাদার ফুসলিয়ে মাদরাসার একটি কক্ষে নিয়ে মেয়েটিকে যৌন নিপীড়ন করে। পরে মেয়েটি তার পরিবারকে জানালে রোববার মেয়েটির বাবা থানায় মামলা করেন। পুলিশ রোববার দুপুরে খালিশপুর বিআইডিসি রোড থেকে নাইম হাওলাদারকে আটক করে।
সুত্রঃ চ্যালেন ২৪.কম