মৌলভীবাজারের কুলাউড়ায় গৃহশিক্ষক (আরবি পাঠদানের হুজুর) কর্তৃক ষষ্ঠ শ্রেণির (১২) এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই শিশুশিক্ষার্থী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষকের কাছে মোট ছয়জন শিক্ষার্থী প্রাইভেট পড়ে।
গতকাল ভুক্তভোগী কিশোরসহ আরো এক ছাত্র পড়তে যায়। এ সময় শিক্ষক কাজের দোহাই দিয়ে ওই কিশোরকে রেখে অন্যজনকে ছুটি দিয়ে দেন। পরে তাকে স্থানীয় একটি ইটভাটায় নিয়ে বলাৎকার করেন।
এ ঘটনায় আজ বুধবার মাদরাসাছাত্রের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহশিক্ষক পলাতক।
ওই শিক্ষার্থীর মা বলেন, ‘রাতে বাড়ি ফিরে ছেলে ঘটনা খুলে বলে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করি। রাতেই অসুস্থ ছেলেকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আমার স্বামী কুলাউড়া থানায় অভিযোগ দিয়েছে। ‘
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
সুত্রঃ কালেরকন্ঠ