রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মারুফ ইসলাম, (২০), বিল্লাল মিয়া (১৯) ও রাকিব (১৮)। পুলিশ বলছে, ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একটি রিকশায় করে ওই কিশোরীকে
দক্ষিণখানের সোনারখোলা এলাকার পিংক সিটি এলাকায় নিয়ে যান মারুফ ও বিল্লাল। পরে সেখানে তাঁরা ফোন করে রাকিবকে ডেকে নেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি একজন পথচারী দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে।
পরে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে। এই তিনজনই পেশায় রিকশাচালক। তিনি বলেন, ‘ওই কিশোরী কথা বলতে পারে না তাই তার পরিবারকে এখনো আমরা খুঁজে পাইনি। পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।’
সুত্রঃ প্রথম আলো