সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তির পর ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন তরিকুল ইসলাম। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী চরের নবীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার একটি মাদ্রাসায় পরিচয় গোপন করে শিক্ষকতা করতেন।
তরিকুলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জের উত্তর জাঙ্গালিয়া জালিরচর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু।
ওসি বলেন, তরিকুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। ২০১৬ সালে ফতুল্লা থানায় ওই আইনে হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অ্যান্টি টেররিজম ইউনিট তাকে হস্তান্তরের পর তাঁরা তরিকুলকে গ্রেপ্তার দেখিয়েছেন।
সুত্রঃ সমকাল