জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক (৪৮) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার মালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আব্দুল বারিক আক্কেলপুর উপজেলার মালিগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত কাশেম আকন্দের ছেলে। সে গ্রামের একটি মসজিদের মুয়াজ্জিন।
(ওসি) সাইদুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত পাঁচ মাস পূর্বে উপজেলার মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের দশম শ্রেণিতে অধ্যয়রত এক ছাত্রীকে আরবি শিক্ষা বিষয়ে প্রাইভেট পড়াতেন আব্দুল বারিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মুয়াজ্জিন আব্দুল বারিক। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আব্দুল বারিকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও জানান, ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত শিক্ষক আব্দুল বারিককে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুত্রঃ আরটিভি নিউজ
4 comments
ধর্ষণ জিনিসটা এখন কমন ব্যাপার হয়ে গেছে ধর্ষণ করলে তার সঠিক বিচার হয় না। তাই অহরহ এই ধরণের ঘটনা ঘটছে
আরবি পড়ানোর জন্য মুয়াজ্জিন রেখে সেওে এই কুকর্মে জড়িত। তাকে শাস্তি দেওয়ার সাথে সাথে চাকুরিচুত্য করা হোক
প্রত্যেক অভিভাবকের উচিত তাদের মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে এবং গৃহশিক্ষক বা আরবি হুজুর পড়াতে আসলে নজরদারিতে রাখা
এমন জানোয়ারের প্র্যকাশে ফাঁসি দেওয়া জোর দাবি জানাচ্ছি।