মুন্সিগঞ্জে সদর উপজেলায় মরিয়ম আক্তার (১২) নামে এক ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মদিনাতুল মনোয়ারা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস মিয়ার (৩৪) বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে আজ রোববার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহত মরিয়মের স্বজন ও স্থানীয় ব্যক্তিরা।
মরিয়ম আক্তার মহাকালী ইউনিয়নের উত্তর মহাকালী তেলেরপাড়া গ্রামের মোশারফ হাওলাদারের মেয়ে এবং ওই এলাকার মদিনাতুল মনোয়ারা মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় গত শুক্রবার মরিয়ম আক্তারের মা মায়া বেগম তিনজনের নামোল্লেখসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
আসামিরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস মিয়া, তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও মাদ্রাসার পরিচালক মুফতি জামাল উদ্দিনের স্ত্রী হাবিবা আক্তার (২৭)। গতকাল শনিবার সকালে ইউনুস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মায়া বেগম বলেন, ‘মেয়েটাকে ঘটনার দিন নিজ হাতে খাইয়ে দিয়েছি। কী হাসিখুশি ছিল ও! বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মাদ্রাসার পরিচালক জামাল উদ্দিন আমাকে জানায় যে মরিয়ম অসুস্থ।’
তিনি আরও বলেন, ‘বেলা তিনটার পর আমাদের না জানিয়ে মরিয়মকে হাসপাতালে নিয়ে যান মুফতি জামাল ও অধ্যক্ষ ইউনুস মিয়া। পরে হাসপাতালে এসে জানতে পারি, মরিয়ম মারা গেছে। আমার মেয়েকে ইউনুস ও তার স্ত্রী হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।’
মরিয়ম আক্তারের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান। তিনি বলেন, মামলা হওয়ার পর প্রধান আসামি ইউনুস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।
সুত্রঃ সমকাল
3 comments
নিহত মরিয়মের স্বজন ও স্থানীয় ব্যক্তিরা অধ্যক্ষ ইউনুস মিয়ার (৩৪) বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন । তাতে সমর্থন জানাই। এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হোক
Another victim of Madrasa. This education system should be stopped immediately.
অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে হত্যার অভিযোগ বিচারের দাবিতে বিক্ষোভ চলছে তার মা সরকারের উচিত দ্রুত তদন্ত করে অধ্যক্ষকে শাস্তি দেওয়া