খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বেলাল হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ।
বেলাল নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও নতুনপাড়া জামে মসজিদের ইমাম। তার বাবার নাম সফর আলী।
জানা যায়, নির্যাতিত ছাত্রটি ওই মাদ্রাসার হোস্টেলে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করতো। তাকে বিভিন্ন সময় বলাৎকার করার চেষ্টা করে। বিষয়টি যেন কাউকে না জানায় সেজন্য তাকে মারধর করে। এমন কি প্রাণনাশেরও হুমকি প্রদান করে বলে জানিয়েছে নির্যাতিত শিক্ষার্থীর ফুফু খালেদা বেগম।
এই নিয়ে শিক্ষার্থীর ফুফু থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রের ফুফু খালেদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে আজ শনিবার আদালতে প্রেরণ করা হবে।
পাশাপাশি নির্যাতিত ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
সুত্রঃ সাম্প্রতিক দেশকাল