জামালপুরে একটি মাদরাসায় তৃতীয় শ্রেণির এক ছাত্রকে (১৪) বলাৎকারের চেষ্টার অভিযোগ ওই মাদরাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বাবু মোল্লা হাজীবাড়ি নূরানী ও হাফিজিয়া মাদরাসায় বলাৎকারের চেষ্টার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষকের নাম জয়নাল আবেদীন। তিনি ওই মাদরাসার শিক্ষক। তার বাড়ি জামালপুর সদর উপজেলার চরশি খলিফা পাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে তৃতীয় শ্রেণির (১৪) এক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক জয়নাল আবেদীন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানানো হয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করে থানা নেয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বলেন, এলাকাবাসী ওই শিক্ষককে আটকে রেখে ৯৯৯ নম্বরের ফোন করে। বলাৎকারের চেষ্টার অভিযোগে নির্যাতনের শিকার শিশুটির দাদা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সুত্রঃ একাত্তর টিভি