সাত বছরের মক্তব ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নড়াইলের কালিয়ায় মো. হোসাইন মোল্লা (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার নড়াগাতি থানার রামপুরা পূর্ব-পশ্চিমপাড়া জামে মসজিদ মক্তবের ওই ঘটনায় মামলা হয়েছে। হোসাইন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের ফোরকান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে হোসাইন মোল্লা রামপুরা পূর্ব-পশ্চিমপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পান। সেই থেকে তিনি মক্তব খুলে মহল্লার বাচ্চাদের আরবি পড়াতে শুরু করেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মক্তব ছুটি দিলে ছাত্র-ছাত্রীরা চলে যাওয়ার সময় ভুক্তভোগী ওই ছাত্রীকেে ইমাম তার শয়নকক্ষ ঝাড়ু দিয়ে যেতে বলেন। ওই ছাত্রী তার শয়নকক্ষ ঝাড়ু দিতে গেলে ইমাম হোসাইন পেছন দিক থেকে ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ইমামকে আটক করে। পরে তাকে নড়াগাতি থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনাটিতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ১ জনকে আসামি করে মঙ্গলবার দুপুরে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছেন।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, গ্রেপ্তারকৃত ইমাম হোসাইনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
সুত্রঃ চ্যানেল ২৪.কম