ফেনীর দাগনভূঁঞায় ৫ম শ্রেণির মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষকের নাম আবদুল্লাহ আল মাসুম (২২)। অভিযুক্ত শিক্ষক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। বলাৎকারের ঘটনায় রাতেই শিশুটির নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শিশুটি মাদরাসায় আবাসিক থাকে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে মাদরাসার শিক্ষক মাসুম তাকে ঘুম থেকে তুলে নিয়ে বলাৎকার করে। বুধবার (২৭ জুলাই) বিকেলে শিশুটি মাদরাসার পার্শ্ববর্তী তার নানার বাড়িতে গিয়ে নানিকে ঘটনাটি জানায়। নানি এলাকাবাসীকে জানালে তারা মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সুত্রঃ চ্যালেন ২৪.কম