নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে নন্নাকাটা সাকিনে মাদ্রাসার ও দারুল উলুম হেফজখানা এবং এতিমখানার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ ওসমান (৫৭) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার সময়ে কক্সবাজার জেলার ঝিলংজা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা জানান, সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নন্নাকাটা মাদ্রাসা ও হেফজখানার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. ওসমান কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষককে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।
সুত্রঃ মানবজমিন