লালমনিরহাটের হাতীবান্ধায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে গোলাম রব্বানী নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম।
সোমবার (১৬ মে) রাতে ওই উপজেলার পারুলিয়া একালাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে রোববার রাতে তার বিরুদ্ধে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে।
গোলাম রব্বানী দঃ পারুলিয়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকের পাশাপাশি অবস্থিত একটি মসজিদে ইমামতি করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, ওই মাদরাসা ও এতিমখানায় অধ্যায়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে গোলাম রব্বানী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশ গোলাম রব্বানীকে গ্রেফতার করে। আজ (মঙ্গলবার) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সুত্রঃ দৈনিক অধিকার