মাহিগঞ্জ থানার এসআই কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাহিগঞ্জের মাহফুজুর রহমান তার পূর্বপরিচিত শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।’
রংপুরের মাহিগঞ্জে মসজিদের ইমামের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে আসামি পলাতক।
ওই শিশুর মা শুক্রবার সকালে মাহিগঞ্জ থানায় মামলা করেন।
থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাহিগঞ্জের মাহফুজুর রহমান তার পূর্বপরিচিত শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
‘ওইদিন মধ্যরাতেই শিশুটিকে তার বাবা থানায় নিয়ে আসেন এবং আমি তাদের সঙ্গে গিয়ে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছি। শনিবার তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
এসআই আরও বলেন, ‘আমরা শুনেছি, ওই ব্যক্তি স্থানীয় এক মসজিদের ইমাম। ঘটনার পর থেকেই তিনি পলাতক। বিষয়টি তদন্ত করা হবে। আজ আমি ঘটনাস্থলে যাব।’
সুত্রঃ নিউজবাংলা