রাজধানীর মাদারটেক এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা সুমন শিকদার মাদারটেক আদর্শপাড়া আইনুল কোরআন মাদ্রাসার শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান সুমন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীর মা তানিয়া আক্তার গণমাধ্যমকে বলেন, তার ছেলে ইয়াছিন প্রতি বৃহস্পতিবার বাসায় আসতো। শুক্রবার বাসায় থেকে শনিবার মাদ্রাসায় চলে যেত। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে শিক্ষক রেজাউল করিম ইয়াছিনকে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেন।
এতে ইয়াছিন মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে ফরাজি ও খিদমা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
সুত্রঃ দি ডেইলি ষ্টার বাংলা