ফেনীতে পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফখরুল ইসলাম (২২) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর শাহী দারুল উলুম নুরানি মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।
অভিযুক্ত ফখরুল সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) টিফিনের সময় ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার ছাদে নিয়ে ধর্ষণচেষ্টা করে ফখরুল। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি। পরে ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সকালে শিশুটির পরিবার ও এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক ফখরুলকে ধরে পুলিশে দেয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুত্রঃ সময় টিভি