নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম হাফেজ মো. তরিকুল ইসলাম ওরফে রকিবুল। বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের জালিরচর গ্রামে।
এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান রোববার এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকায় অভিযান চালায় এটিইউ। এ সময় মামলার পলাতক আসামি রকিবুলকে গ্রেপ্তার করা হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইনের একাধিক মামলায় আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
আসলাম খান বলেন, রকিবুলকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য থাকা অবস্থায় ২০১৬ সালে গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি মসজিদে ইমামতি করেন এবং ২০২১ সালের আগষ মাসে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকায় একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
সুত্রঃ এন বি নিউজ বাংলা ২৪.কম