সিলেটে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইক্রিয়াটিক বিভাগের বিভাগীয় প্রধান মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আর কে এস রয়েল।
চিকিৎসা করাতে এসে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর এক ছাত্রী গর্ভবতী হওয়ার অভিযোগ উঠেছে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আর কে এস রয়েলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা দায়েরের পর কোতোয়ালি থানা পুলিশ চিকিৎসককে গ্রেফতার করেছে।
জানা যায়, গত রোববার রাতে নগরীর কাজলশাহ ল্যাবএইড লি. ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. আর কে এস রয়েলকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ। তিনি বলেন, রোববার সন্ধ্যায় ওই তরুণী অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় চিৎকার দিয়ে বলেন- আমাকে এই মুহূর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।
তিনি আরও বলেন, অভিযোগকারী ২০১৮ সাল থেকে সিলেটের এই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই তরুণীর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সুত্রঃ দৈনিক যুগান্তর