ফাইল ছবি
আদালতের সামনে থেকে দুই জঙ্গি ছিনতাইয়ে জড়িত থাকার প্রমাণ না মিললেও নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার প্রধানসহ অর্থদাতাদের পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। নিষিদ্ধ সংগঠনটির প্রায় দেড়শ’ জনের তালিকা এখন তাদের হাতে। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জঙ্গিদের টাকা সংগ্রহের তথ্যও পেয়েছে বলেও র্যাব জানিয়েছে। এদিকে, নির্বাচন সামনে রেখে জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও মাথাচাড়া দিচ্ছে দীর্ঘদিন কোনঠাসা থাকা জঙ্গি সংগঠনগুলো। দেশে পাঁচটি জঙ্গি সংগঠন নিষিদ্ধের পরে র্শীষ কয়েক জঙ্গি নেতার ফাসিও হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজা খাটছে অনেকে।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশত কিশোর হিজরতের উদ্দেশ্যে বাড়ি ছাড়ে ও সম্প্রতি নিম্ন আদালত থেকে আনসার আল ইসলামের দুই সদস্য ছিনিয়ে নেয়ার ঘটনার পর আবার সামনে আসে জঙ্গি ইস্যু।
র্যাব বলছে, সক্ষমতা গড়ে ওঠার আগেই নতুন জঙ্গিদের অনেককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে। বাকিদের ধরতে অভিযান চলছে পার্বত্যাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য ছিনতাইর ঘটনায় নতুন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, দীর্ঘদিন নিরব থাকা জঙ্গিদের ফের মাথাচাড়া দেয়ার গ্রাউন্ড খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রহণযোগ্যতা বাড়াতে জঙ্গিদের নয়া তৎপরতা শুরুতেই দমিয়ে দিতে না পারলে দেশে বিশৃঙ্খলতার শঙ্কা এই বিশেষজ্ঞসহ আরো অনেকের।
সুত্রঃ বাংলাভিশন নিউজ