পিরিয়ডের দিনগুলিতে ছাত্রীদের ছুটি দেওয়ার বিধি রাখতে যাচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। যুগান্তকারী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। যা নিয়ে খুশি ছাত্রীরাও। নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে, ভারতের কেরালা রাজ্যের বিখ্যাত কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CUSAT) এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় গণমাধ্যম ‘আজতক’ এর খবর অনুযায়ী, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি সেমিস্টারে ছাত্রীদের উপস্থিতির ক্ষেত্রে অতিরিক্ত ২ শতাংশ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। স্বশাসিত ওই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধারায় ৮০০০-এরও বেশি ছাত্র রয়েছেন। তাদের অর্ধেকেরও বেশি ছাত্রী।
রেজিস্ট্রার দ্বারা জারি করা নির্দেশে বলা হয়েছে, ‘নারী শিক্ষার্থীদের অনুরোধ ও তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি সেমিস্টারে নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে দুই শতাংশের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।’
তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কিছুদিন ধরেই বিভিন্ন ইউনিয়ন ছাত্রীদের পিরিয়সকালীন ছুটি মঞ্জুরের জন্য চাপ দিচ্ছিল। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে CUSAT-এর এক কর্মকর্তারা বলেন, ‘প্রত্যেক ছাত্রী পিরিয়ডকালীন ছুটি পাবেন। সেজন্য মোট ছুটির উপর ২ শতাংশ ছাড় দেওয়া হবে।’
এই আদেশটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা সহ সমস্ত ছাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং অবিলম্বে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি নমিতা জর্জ আনন্দ জানিয়েছেন, কোনওরকম আপত্তি না করেই এই দাবি মেনে নিয়েছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে তারা খুশি।
নিয়ম অনুসারে, CUSAT শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি সেমিস্টারে ৭৫ শতাংশ উপস্থিতি প্রয়োজন। তবে নতুন আদেশের মাধ্যমে, ছাত্রীরা ২ শতাংশ ছাড় পাবে। প্রতি সেমিস্টারে তাদের যোগ্যতার উপস্থিতি ৭৩ শতাংশে নেমে আসবে।
সুত্রঃ বাংলাভিশন