ঢাকার সাভারে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সাভারের দিলকুশাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
গ্রেফতার ইসমাইল হোসেন সিরাজী (৪০) দিলকুশাবাগ এলাকার নূর মদিনা মাদ্রাসার প্রধান শিক্ষক।
ভুক্তভোগীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, প্রায় এক মাস আগে ১৫ বছরের ওই শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতর একটি কক্ষে বলাৎকার করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সিরাজী। পরে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি এত দিন ধামাচাপা দিয়ে রাখেন তিনি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভুক্তভোগী ও তার পরিবার থানায় এসে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে রাতেই আটক করা হয় অভিযুক্তকে।
এসআই আরও বলেন, ভিকটিম আমাদের হেফাজতেই আছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার দেখিয়ে দুপুরে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সুত্রঃ সময় টিভি নিউজ