ফেনীতে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খালেদ সাইফুল্লাহ (২১) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষক খালেদ সাইফুল্লাহ (২১) ভোলার দৌলতখান থানার সৈয়দপুর ইউনিয়নের চরসুবি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মাদরাসা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শ্রেনিকক্ষে পাঠদানের সময় ভুক্তভোগী শিশুর (৮) শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন খালেদ। এ সময় ঘটনাটি কাউকে না বলতে হুমকি-ধমকিও দেন তিনি। পরে বাসায় গিয়ে ঘটনাটি ভুক্তভোগী তার মাকে জানান। পরে কয়েকজন অভিভাবকসহ তিনি মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার বিকেলে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
সুত্রঃ বাংলাদেশ জার্নাল