রাজশাহীতে ১০ বছর বয়সী ছাত্রকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিন (২১) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর হজের মোড় এলাকায় মাদরাসার আবাসিক ভবন থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাকিন নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদরাসাতুল আঞ্জুম মাদরাসার শিক্ষক। রাজশাহীর চারঘাট উপজেলার বনকেশর এলাকায় তার বাড়ি।
ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে শিক্ষক মোস্তাকিন ১০ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে ধর্ষণ করেন। ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্র বিষয়টি প্রতিষ্ঠানের এক শিক্ষককে জানায়। পরে ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে তার বাবা-মাকেও ধর্ষণের বিষয়টি জানায়।
পরে ওই ছাত্রের বাবা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি চন্দ্রিমা থানা-পুলিশকে জানায়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মোস্তাকিনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর বাবা চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেন। মঙ্গলবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুত্রঃ আরটিভি নিউজ