ইরান নারীদের হিজাববিষয়ক বিধি প্রয়োগ করতে শুরু করেছে। গত শনিবার দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পোশাকবিধি লঙ্ঘনকারী নারীদের বিষয়ে ব্যবস্থা নিতে একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইরানি পুলিশের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ থেকে’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এমন জায়গা, গাড়ি ইত্যাদি স্থানে নারীরা হিজাব পরিধান না করলে ব্যবস্থা নেওয়া হবে। আইন ভঙ্গকারী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য প্রযুক্তির ব্যবহার করা হবে।
হিজাব পরিধানের বিধান লঙ্ঘন করে কেউ রাস্তায় বের হলে তার প্রতি কোনো দয়ামায়া দেখানো হবে না বলে সম্প্রতি হুঁশিয়ারি দেন ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেন মোহসেনি এজি।
উল্লেখ্য, ইরানে জনসমাগমস্থলে হিজাব না পরা নিষিদ্ধ। সঠিকভাবে হিজাব না পরায় গত বছরের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশ তেহরানে আটক করেন ২২ বছরের মাশা আমিনিকে। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সূত্র : এএফপি, কালেরকন্ঠ