নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ওয়ারেন্টভুক্ত আসামি উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুমী ওরফে পারুল ওরফে আসিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (৩ মে) ভোরে রাজধানীর মিরপুর-১২ নম্বর সি ব্লকের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উম্মে কুলসুমের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্য জোর বাড়িয়া কাচারী গ্রামে। তিনি মৃত আবদুল মালেকের মেয়ে। তার স্বামীর নাম আবুবক্কর সিদ্দিক।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি দল রাজধানীর মিরপুর-১২ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি রাজধানীর কদমতলী থানায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
জানা গেছে, উম্মে কুলসুম ২০০৭ সালে সবুজ নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবির সক্রিয় সদস্য আবুবক্কর সিদ্দিককে বিয়ে করেন। এরপর থেকে তিনি সক্রিয়ভাবে জেএমবির কাজে অংশগ্রহণ করেন। ২০১০ সালে কদমতলী থানায় তার বিরুদ্ধে মামলা হয়। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। উম্মে কুলসুম পরিচয় গোপন করে গাজীপুরের বিভিন্ন মাদরাসায় চাকরি করেন। এমনকি তিনি নিজের নামসহ বাবা-মায়ের নাম পরিবর্তন ও নতুন জন্ম সনদ তৈরি করে ভোটার আইডি তৈরি করেন। ভোটার আইডিতে তার নাম আসিয়া বলে উল্লেখ রয়েছে। তিনি আসিয়া নামে সবার কাছে পরিচয় দিতেন।
সর্বশেষ তিনি মিরপুর ১২-তে আসিয়া নামে বসবাস শুরু করেন। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মোহাম্মদ আসলাম খান।
সুত্রঃ আরটিভি নিউজ