প্রতীকী ছবি।
কুমিল্লায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম সুব্রত আচার্য্য। এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুলের প্রধানের লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ মে সকালে অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় ভুক্তভোগী ছাত্রী। কিন্তু ওইদিন অন্য কোনো সহপাঠী না যাওয়ায় সে বাসায় ফিরে যেতে চায়। এসময় শিক্ষক সুব্রত আচার্য্য তাকে ধর্ষণের চেষ্টা করেন।
তবে শিক্ষক সুব্রত আচার্য্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তদন্ত করে প্রশাসন সত্য উদঘাটন করবে বলে আমি আশাবাদী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ খুরশিদ আলম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সংসদ সদস্য আমাদের সভাপতি। তিনি এলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ওই ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র: দৈনিক সমকাল