উগান্ডার পশ্চিমাঞ্চল একটি স্কুলে জঙ্গি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম নিউ ভিশন।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তবর্তী ওই স্কুলে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) নামের ওই জঙ্গি দলের সদস্যরা সন্ত্রাসী হামলা চালায়, শনিবার বলেছে উগান্ডার পুলিশ।
কঙ্গোর পূর্বাঞ্চলভিত্তিক এই জঙ্গিদল এডিএফ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের অনুগত। শুক্রবার তারা উগান্ডার এমপোনদোয়েতে লুবিরিরা সেকেন্ডারি স্কুলে হামলা চালায়, একটি ডরমেটরি পুড়িয়ে দেয় ও খাবার লুট করে, ভাষ্য পুলিশের।
জঙ্গি হামলায় গুরুতর আহত আরও ৮ জনের হাসপাতালে চিকিৎসা চলছে, টুইটারে দেওয়া পোস্টে উগান্ডার পুলিশ এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থী আছে কিনা, থাকলে কতজন, তা বলেননি পুলিশ বা সেনাবাহিনীর কর্মকর্তারা।
জঙ্গিরা অন্তত ৬ জনকে অপহরণ করেছে বলে পরে আরেকটি টুইটে জানায় সেনাবাহিনী।
উগান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফেলিক্স কুলাইয়িগিয়ি বলেছেন, সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
হামলাকারীরা পরে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দিকে পালিয়ে যায়, জানিয়েছে পুলিশ।
“অপহৃতদের উদ্ধারে ও গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করে দিতে আমাদের সেনারা তাদের ধাওয়া করছে,” বলেছেন কুলাইয়িগিয়ি।
এপ্রিলে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে এডিএফ অন্তত ২০ জনকে হত্যা করেছিল।
এডিএফের বিরুদ্ধে লড়াইয়ে কঙ্গোকে সহায়তা করতে উগান্ডা দেশটিতে সেনা পাঠিয়েছে।
সুত্রঃ বিডিনিউজ২৪.কম