ভারতের মণিপুরে ২ নারীকে ধর্ষণের পর বিবস্ত্র করে জনসম্মুখে এনে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়।
আমাদের করনীয় কি?
এটা তো আমার দেশে হয় নি, আমার জেলায় হয় নি, আমার থানায় হয় নি, আমার বাড়ির পাশে হয় নি, আমার বোনের সাথে হয় নি!
কিন্তু হইতে কতক্ষন?
আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন একটা মেয়েকে কয়েকজন ছেলে ইভটিজিং করতিছে, আপনি চুপ চাপ না দেখার ভান করে চলে যান কেনো!
আপনার বোনকে কেউ এই ভাবে ইভটিজিং করলে আপনি কী করতেন?
ঐখানে যান বলুন কি হয়েছে, প্রতিবাদ করুন
আপনাকে দেখে আশেপাশের আরো ১০ জন আপনার সাথে প্রতিবাদ করবে।
কোথাও নারী নির্যাতন হলে নিজের কিছু করার সামর্থ্য না থাকালে ৯৯৯ এ ফোন করে সকল তথ্য দিন।
অন্যায় দেখে চুপ থাকবেন না,
মানুষের কতটা নোংরা হতে পারে!
previous post
