মৌলভীবাজারের কুলাউড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার নারীদের একজন সিরাজগঞ্জের নিখোঁজ এক চিকিৎসকের স্ত্রী।
ডা. সোহেল তানজিম রানা ও তার স্ত্রী হাফসা গত ২৬ জুলাই থেকে নিখোঁজ জানিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পরিবার।
শনিবার কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে ১০ জনকে আটকের পর তাদের যে নাম পুলিশের
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট জানায়, তার মধ্যে নাটোর সদরের চাঁদপুর গ্রামের মাইশা ইসলামের (২০) নাম দেখা যায়।
খবরটি সিরাজগঞ্জে মাইশা পরিবারও পেয়েছে। তার বড় ভাই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোনের পুরো নাম মাইশা ইসলাম হাফসা। স্বামী সোহেল তানজিমসহ গত ২৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তার বোন।
সিরাজগঞ্জ পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুলাউড়ায় গ্রেপ্তার ১০ জনের মধ্যে নিখোঁজ ওই চিকিৎসকের স্ত্রী রয়েছেন বলে তাদের জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ‘জঙ্গি আস্তানায়’ তানজীমও ছিলেন। তবে তিনি পালিয়ে গেছেন।
তানজীম সেখানে ‘সালমান’ নাম নিয়ে ছিলেন বলে ওই কর্মকর্তা জানান।
কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে জানান হয়েছে, কুলাউড়ার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের যে বাড়ি থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য।
কুলাউড়ায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ১০
‘অপারেশন হিলসাইট’ নামের এই অভিযানে সংগঠনের প্রধানসহ ১০ জনকে আটকের কথা জানান হয়। তার মধ্যে চারজন পুরুষ এবং ছয়জন নারী। এছাড়া তিনটি শিশুও ছিল বাড়িটিতে।
অভিযানে তিন কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা, জঙ্গি প্রশিক্ষণ সামগ্রীও উদ্ধারের কথা জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
ডা. তানজিম ও তার স্ত্রীর জঙ্গি দলে ভেড়ার বিষয়ে কোনো তথ্য পরিবারের কাছ থেকে পাওয়া যায়নি।
তানজীম সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে। ২৭ বছর বয়সী তানজীম স্ত্রীকে নিয়ে কর্মস্থলের পাশেই একটি বাসায় ভাড়া থাকতেন।
তার বাবা হেলালউদ্দীন এনায়েতপুর থানায় করা জিডিতে বলেন, গত ২৬ জুলাই থেকে স্ত্রীসহ নিখোঁজ তার ছেলে।
ওই জিডির তদন্ত কর্মকর্তা এনায়েতপুর থানার এএসআই আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ২৬ জুলাই একটি অটোরিকশায় করে তানজিম স্ত্রীকে নিয়ে এলাকা ছাড়ছেন।
সুত্রঃ বিডিনিউজ ২৪.কম