নতুন নতুন কৌশলে পুরোনো জঙ্গিরা তৎপরতা বাড়িয়েছে। বিদেশে পলাতক ও আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কথিত ইমাম মাহদীর কাফেলা কিংবা জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র নামে নতুন নতুন সংগঠনের তথ্য বের হয়ে আসছে।
এসব সংগঠনের তৎপরতার নেপথ্যে পুরোনো জঙ্গিগোষ্ঠী জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসারুল্লাহ বাংলা টিম ও হিযবুত তাহরীরের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ইতোমধ্যে নতুন ও পুরোনো বেশিরভাগ জঙ্গিগোষ্ঠীর অর্থদাতা শনাক্ত হয়েছে, যারা মধ্যপ্রাচ্যের একাধিক দেশসহ যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকে অবৈধ চ্যানেলে অর্থ পাঠিয়ে থাকে দেশের অভ্যন্তরে জঙ্গি তৎপরতা বাড়ানোর জন্য।
সম্প্রতি সিটিটিসির হাতে গ্রেপ্তার হওয়া কথিত ইমাম মাহদীর কাফেলার ২৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালীন ও অন্যান্য পুরোনো জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্য-প্রমাণের প্রাথমকি যাচাইয়ের পর এমন মত দিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।
সিটিটিসি জানায়, আগে একটি পরিবার থেকে একজন সদস্য নিখোঁজ হওয়ার পরপরই অভিভাবকরা খোঁজাখুঁজি করতেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তার অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারতেন। কিন্তু ইদানিং জঙ্গিদের সপরিবারে হিজরতের প্রবণতা দেখা যাচ্ছে। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকৃত তথ্য নেই।কৌশল বদলে সপরিবারে হিজরতের নামে আত্মগোপন করার কারণে তাদের বিষয়ে খোঁজ পাওয়া যায় না। নতুন জঙ্গি সংগঠনটি আবিষ্কারের পর থেকেই নতুন নতুন নিখোঁজ পরিবারের তথ্য তথ্য পাচ্ছে সিটিটিসি।
এসব বিষয়ে জানতে চাইলে সিটিটিসির উপ-কমিশনার এস এম নাজমুল হক নিউজবাংলাকে বলেন, ‘রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। কথিত ইমাম মাহদীর কাফেলার সঙ্গে অন্যান্য পুরোনো জঙ্গিগোষ্ঠী ও নেতাদের সম্পৃক্ততা আছে কি না অনুসন্ধান করা হচ্ছে।
‘আরও কোনো পরিবার নিখোঁজ আছে কিনা তথ্য বের করার চেষ্টা চলছে। পাশাপাশি জঙ্গি তৎপরতায় আর্থিক সহায়তাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সিটিটিসি জানায়, বিদেশ থেকে পাঠানো অর্থে মৌলভীবাজারের কুলাউড়ার নির্জন পাহাড়ি এলাকায় স্থায়ী জঙ্গি আস্তানা গড়ে তোলার পরিকল্পনা করেছিল কথিত নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র শীর্ষ নেতারা। সেই উদ্দেশে তারা দুবাইপ্রবাসী একজনের কাছ থেকে সাত লাখ টাকায় ৫০ একর জমি কিনেছিল। আস্তানাটিতে অস্ত্র ও গোলা বারুদ মজুত করা হচ্ছিল। সেখান থেকে উদ্ধার হয়েছে ৫ শতাধিক টুথপেস্ট, আড়াই শতাধিক ব্রাশ, বিভিন্ন ধরনের ওষুধ ও শুকনা খবার সামগ্রী।
সিটিটিসির ভাষ্য, কথিত ইমাম মাহমুদের আহ্বানে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ ও প্রশিক্ষণ শেষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালাতেই তারা সেখানে সংগঠিত হয়। এই প্রস্তুতির জন্য কথিত হিজরতের মাধ্যমে নিজ নিজ গৃহ ত্যাগ করে সপরিবারে পাহাড়ি এলাকায় গিয়ে প্রশিক্ষণ শুরু করে তারা।
সিটিটিসির একাধিক কর্মকর্তা জানান, নতুন ব্যানারে থাকা এসব জঙ্গিগোষ্ঠীর সঙ্গে পুরোনো জঙ্গি সংগঠনগুলোর একাধিক নেতার সর্ম্পকের তথ্য পেয়েছেন। বিষয়টি নিয়ে আরও বিশদভাবে কাজ করছেন।
জামিনে থাকা জুয়েলই দলনেতা
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাটোরের ৩০ বছর বয়সী জুয়েল মাহমুদই নিজেকে কথিত ইমাম মাহমুদ কাফেলার দলনেতা বলে দাবি করেছে। সাত মাস আগে গ্রেপ্তার হয়েছিল সে। সে জেলে থেকে পাহাড়ে এই জঙ্গি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করে। এরপর জামিনে থেকে সে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেশ বিদেশের বিভিন্ন উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ বাড়ায়।
এরই মধ্যে তার সঙ্গে যোগাযোগ হয় চিকিৎসক সোহেল তানজীমের। সোহেলও এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল। পরে জামিন পেয়ে তারা এক সঙ্গে হয়ে অন্যদের সংগঠনের ভেড়াতে যোগাযোগ বাড়াতে থাকে। এরপর তারা চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করা রাহাত মন্ডল ও মেহেদী হাসানকে তাদের সঙ্গে নেয়। তাদের ডাকে সারা দিয়ে মেহেদী চীন থেকে এক মাস আগে দেশে ফেরে। আর রাহাত ফেরে গত ১০ দিন আগে।
এরপর বিমানবন্দর থেকে বাড়ি না গিয়ে সোজা জঙ্গি আস্তানায় চলে যায় তারা। এই পরিকল্পনায় তারা যশোর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে ঢাকার নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পাওয়া আরেক মেধাবী শিক্ষার্থীকেও সঙ্গে নেয়।
যেভাবে নতুন জঙ্গি সংগঠনের তথ্য মেলে
সিটিটিসি বলছে, সম্প্রতি সিরাজগঞ্জের এনায়েতপুরের চিকিৎসক সোহেল তানজীম রানা, যশোর থেকে ঢাকার নটরডেম কলেজ শিক্ষার্থী ফাহিম, জামালপুর থেকে এরশাদুজ্জামান শাহিনসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী লোকদের পরিবার ও একাকী নিখোঁজ হওয়ার তথ্য পেয়ে বিষয়টি অনুসন্ধান শুরু করে সিটিটিসি।
এক পর্যায়ে গত ৭ আগস্ট ঢাকার গাবতলী এলাকা থেকে ঝিনাইদহ ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে কথিত ইমাম মাহমুদের আহ্বানে সপরিবারে হিজরত করতে আসা ছয়জন নারী ও চারজন পুরুষসহ ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আট শিশুকে হেফাজতে নেয়া হয়। তাদের মধ্যে মেহেরপুর জেলা থেকে হিজরতকারী পাঁচটি পরিবার ও ঝিনাইদহ জেলা থেকে হিজরতকারী একটি পরিবার ছিল।
পুলিশের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ‘এক বছর আগে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংগঠনটিকে সম্প্রতি নিষিদ্ধও করেছে সরকার। এরই মধ্যে আরেকটি নতুন জঙ্গি সংগঠনের সন্ধান মিলেছে। যার নাম ইমাম মাহমুদের কাফেলা। নতুন এ জঙ্গি সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে জিহাদের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে ঘর ছেড়ে পাহাড়ে আস্তানা গড়ে তোলার প্রস্ততি নেয়।’
অপরাধ বিশ্লেষকদের ভাষ্য, কথিত এই ইমাম মাহমুদের কাফেলার সদস্যরা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণ জঙ্গি সদস্য হয়ে দেশে নাশকতা চালানোর প্রস্তুতি নিয়েছিল। এদের নেপথ্যে দেশি-বিদেশি যেসব কুশীলব রয়েছে, বিশেষ করে অর্থের যোগানদাতাদের গ্রেপ্তার করতে হবে। না হলে অতীতের মত জঙ্গিবাদ ফের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে।
পুরোনো জঙ্গিদের নিয়ে কাজ করা সিটিটিসির একাধিক কর্মকর্তা জানান, ইমাম মাহদী দাবিকারী একাধিক ব্যক্তি দেশের বাইরে থেকে জঙ্গিভাবধারা মতাদর্শ ব্যবহার করে দেশের তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। ভার্চুয়ালি এদের তৎপরতা বেশি। এদের সঙ্গ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক রয়েছে।
তারা আরও জানান, পুরোনো ও নতুন করে গজিয়ে ওঠা সব নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীরই সাধারণ চরিত্র হচ্ছে- রক্তপাতের মাধ্যমে মানুষ হত্যা করে ‘ইসলামী খেলাফত প্রতিষ্ঠা’র প্রচারণা। যেটি তারা করে থাকে ধর্মশাস্ত্রের কোনো কোনো অংশের বিকৃত উপস্থাপনের মাধ্যমে। স্বশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে জিহাদি মনোভাব উসকে দেয়ার কাজ করে থাকেন এই সংগঠনটির শীর্ষ নেতারা। এই মতাদর্শ প্রচারকারী প্রকৃতপক্ষে কারা নিয়ন্ত্রণ করেছেন সেবিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, ‘জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও তাদের মতাদর্শগত তৎপরতা থেমে নেই। এ কারণেই তারা নতুন নামে ও কৌশল পরিবর্তন করে সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিষয়ক সক্ষমতা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত তারা চিহ্নিত হয়ে যায়।’
তিনি বলেন, ‘এইসব জঙ্গির রাজনৈতিক পৃষ্ঠপোষক আছে। আমার মনে হয়, নির্বাচনের আগে তারা সক্রিয় হয়েছে। নতুন নতুন জঙ্গি সংগঠনের জন্ম হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, সামনে নির্বাচন আছে। যদি নির্বাচনের আগে সহিংসতা করা যায়, তাহলে নির্বাচনের গুণ ও মান নিয়ে প্রশ্ন তোলা যায়।’
আবদুর রশিদ আরও বলেন, ‘যারা সহিংসতার দর্শনে বিশ্বাসী, প্রগতিশীলতার বিরুদ্ধে তারা জঙ্গিদের উসকে দেয়। নতুন জঙ্গি সংগঠনের সহিংসতার দর্শন একই। তবে তারা নাম, চেহারা বা কৌশল বদলেছে। নির্জন পাহাড়ি এলাকায় আস্তানা গড়েছে। কারণ পুরনো পদ্ধতিতে এগোলো শুরুতেই তারা ধরা পড়ে যাবে।’
‘ইমাম মাহদী’ দাবীকারী কারা?
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, ‘ইমাম মাহদী কখনোই নিজে থেকে দাবি করবেন না। তার তাক্বওয়া; খোদাভীতি, আখলাক, চরিত্র, সব কিছু দেখেই স্থানীয় জনতা ইমাম মাহদী হিসাবে নির্বাচিত করবেন। ইমাম মাহদী হবেন শেষ নবীর বংশ থেকে। কাজেই বর্তমানে যারা বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশ থেকে ইমাম মাহদী দাবি করছেন, তারা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের ক্ষতি করছেন।’
সুত্রঃ নিউজ বাংলা২৪.কম