খাদিজা মেধাবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন নারী, তাঁর বয়স অত্যন্ত কম- এই সব বিবেচনায় আমি খাদিজার মুক্তি চাইছি না। আমি খাদিজার মুক্তি চাইছি কারণ, যে অভিযোগে তাঁকে প্রায় এক বছরধরে জেলবন্দী রাখা হয়েছে ও কোনো একটা অপরাধের পর্যায়ে পড়ে আমার কাণ্ডজ্ঞান ও বিবেক তা স্বীকার করে না। তাই কোনো রকম ভনিতা ছাড়াই আমি খাদিজার মুক্তি চাই এবং তা আজই, এখনই।
