বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের একজন এই ঋনখেলাপি মজিদ চাচা , সে এতই গরিব যাতে নিয়ম নীতির তোয়াক্কা না করে তাকে ২২ হাজার কোটি টাকার ঋন দেওয়া হয় যাতে ২ বেলা ২ মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে । আর তার ঋণের বোঝা কিছুদিন পর চাপিয়ে দেওয়া হবে এই দেশের বিশিস্ট রিকশাচালক দিনমজুর ১৫ হাজার টাকা বেতন পাওয়া ২৭৬৫ মার্কিন ডলার মাথাপিছু আয়ের মানুষের উপর । বিচিত্র এই দেশ।
